মো: হাচিবুর রহমান,কালিয়া,নড়াইলঃ- কালিয়া উপজেলার সলামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামের মোস্তাইন খা ছেলে হানিফ খা (২৫)কে কালিয়া বাজার থেকে ২ অক্টোবর সন্ধা ৭টায় এ,এস, আই সায়েম সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করে ।হানিফ খা জি আর ৬৯/১৭ মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন আইনের ১৯(১) টেবিলের ৭(ক)ধারায় সজাপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে কালিয়া থানার ও,সি ইকরাম হোসেন (তদন্ত) খবরকে জানান হানিফ খা একজন তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে পালিয়ে ছিল গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি।মাদক কারবারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে এবং কোন অবস্থায় কাওকে ছাড় দেওয়া হবে না ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply