বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর (মাগুরা):- মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়ানে শারদীয়া দূর্গা পূজার আনন্দ ও প্রতিমাদর্শন শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ এই উৎসব কে ঘিরে বিভিন্ন পূজা মন্দিরে তরুণ নির্মান ও আলোক বাতিতে সেজেছে প্রতিটি পূজা মন্দির। শিশির শুভ্র মেঘের আনাগোনা শরৎ এর শিউলি ফুলের উপস্থিতিতে অসুর নিধনী সুর ভেসে আসে, শারদীয়া মায়ের আগমনী বার্তা। দেবীকে বরণ করতে ঢাকে কাঠি পড়লো ঘন্টা শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত সকল পূজা মন্দির। শুক্রবার মহাষষ্ঠি পূজার মধ্যে দিয়ে শুভ অধিবাস। টানা পাচ দিনের উৎসব শেষ হবে মঙ্গলবার বিজয় দশমি এবং শারদীয়া দূর্গা পূজার উৎসব শেষ হবে। এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মহম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী বলেন উপজেলার আট ইউনিয়ানে ১২৬ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার তিনি সব শ্রেণী পেশার মানুষ কে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেছেন। মহম্মদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তারক বিশ্বাস বলেন, শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্দিরে আনসার ভিডিপি সদস্য নিয়োজিত রয়েছে, পুলিশের মোবাইল টিম টহলে থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply