হাচিবুর রহমান, নড়াইলঃ- নড়াইলের কালনা এলাকার টাটা ইটভাটার সামনে বালিটানা টলির ধাক্কায় আলী আকবার শেখ (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে লক্ষীপাশা-নড়াইল সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবার চরকরফা গ্রামের আব্দুর শুকুর শেখের ছেলে।ওই ভ্যান চালক লক্ষীপাশার দিক থেকে লোহাগড়ার দিকে আসছিলেন। আলী আকবার শেখের লাশটি এখন লোহাগড়া হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply