নির্বাহী সম্পাদক : বাংলাদেশের রাইড শেয়ারিং এপস ভিত্তিক কোম্পানি পাঠাও, বর্তমানে তারা রাইড শেয়ারিং এর পাশাপাশি ঢাকা সহ পার্শবর্তী অঞ্চলে ফুড ডেলিভারি শুরু করেছে, কিন্তু তাদের ফুড ডেলিভারি করার জন্য যে সকল ডেলিভারি ম্যান রেখেছে তাদের চালচলন পোশাক পরিচ্ছদ্দ কোন কিছুই স্টান্ডার্ড না, তারা যে স্টাইলের বেশভুষা ধারন করেছেন সেটা মোটেই বর্তমান প্রেক্ষাপটে মানান সই না কারন বর্তমানে যেভাবে ক্রাইম বেড়েছে জঙ্গি জামাত শিবির সহ বিএনপির নেতা কর্মিরা সহ সারা দেশে যে নাশকতা করছে সেটা দেশ ও জাতির জন্য শুভ নয়, এরই ভিতর পাঠাও তাদের ফুড ডেলিভারিতে তাদের ডেলিভারি বয়দের মুখে মাক্স জাতিয় একরকম জিনিস ব্যবহার করছে কালারিং করে, যেটার কারনে দেশে যদি কেউ পাঠাও ফুড এর স্টাইলে নাসকতা বা বড় ধরনের কোন ক্রাইম করে তাহলে সেই অপরাধিদের কোন প্রকার খুজে বের করা যাবে না, আইন শৃংখলা বাহিনির জন্য কস্ট দায়ক হবে, সে জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার আবেদন পাঠাও এর ফুড ডেলিভারির জামা কাপড় স্টাইল যেনো অবিলম্বে পাল্টানো হোক এটা দেশের নাগরিক হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন
লিখেছেন :
মাহির শাহরিয়ার শিশির
সম্পাদক ও প্রকাশক
দৈনিক কালের চাকা
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply