আমি নিন্ম স্বাক্ষরকারী এই প্রতিবাদ বিবৃতি জানাচ্ছি যে, গত ১০ ই ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখে জাতীয় দৈনিক পত্রিকা সকালের সময় এ আমার আশুলীয়া থানাস্থ ইয়ারপুর ইউনিয়নে সাকিনস্থ ইউনানী ঔষধ প্রস্তুত কারক কোম্পানি মেসার্স এস এ ল্যাবরেটরীজ (ইউনানী) (পুর্বের নাম ম্যাগ ল্যাবরেটরীজ (ইউনানী) এর নামে অনুমোদনহীন ঔষধ প্রস্তুত করার কথা বলিয়া একটি নিউজ হয় এবং যাহার ব্যপারে আমি অবগত নই এবং আমি আরো জানাইতেছি যে, কিছু আধু লোক আমার কোম্পানির নামে মিথ্যা অপপ্রচার চালাইতেছে। যেখানে আমার কোম্পানি কোন ঔষধ তৈরি ও বাজারজাত করার কাজ শুরুই হয় নি সেখানে কে বা কাহারা আমার মালীকানাধীন ইউনানী ঔষধ প্রস্তুত কারক কোম্পানি মেসার্স এস এ ল্যাবরেটরীজ (ইউনানী) (পুর্বের নাম ম্যাগ ল্যাবরেটরীজ (ইউনানী) এর নামে নকল ও নিন্ম মানের মান হীন ঔষধ তৈরি ও বাজার জাত করা হইতেছে মর্মে কিছু ঔষধের নাম উল্লেখ করিয়া আমাদের কোম্পানির নামে মিথ্যা অপপ্রচার চালাইতেছে।ইহাতে ভবিশ্যতে বড় ধরনের আইনগত সমস্যা হতে পারে। আমার ধারনা আমি যাহাতে ব্যাবসা প্রতিষ্টান আরম্ভ করিতে না পারি সে জন্য কিছু অসাধু লোক আমার কোম্পানির নামে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করিতেছে। ভবিশ্যতে আরো মিথ্যা প্রচার করিয়া আমার কোম্পানির সুনাম নষ্ট করার চেষ্টা করিতে পারে । নিন্ম বিষয় বিস্তারিত খোজ নেয়া হইতেছে এবং এমতা অবস্তায় ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমি ঢাকা জেলাধীন আশুলীয়া থানায় সাধারন ডায়েরি করিয়াছি জিডি নং – ১৭১৯ তারিখ – ২৪/০২/২০১৯।
নিবেদক
নাম : মো আতিকুর রহমান
পিতা : শাহবাজ উদ্দিন
স্থাায়ী ঠিকানা
সাং : বাজার রোড
থানা : ঘাটাইল জেলা টাঙ্গাইল
বর্তমান ঠিকানা
আজমপুর মাজার রোড
থানা : উত্তরখান
ডিএমপি, ঢাকা
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply