গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার মাহমুদ রহমান, ভাইচ চেয়ারম্যান লক্ষ্মী সরকার, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আবুল কাসেম মিয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরণের মহরা প্রদর্শন করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply