মো: হাচিবুর রহমান, নড়াইলঃ- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে থানা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় নড়াগাতি থানা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ২৬ অক্টোবর সম্মেলনকে সফল করার জন্য ৫ টি উপ কমিটি গঠন করা হয়েছে।
প্রস্ততি সভায় নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাজা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের এমপি কবিরুল হক মুক্তি। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ফুরকান, পহরডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান আহসান আলী সিকদার লাবু , জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জাান হাদি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল ইসলাম মুন্নু, নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক লালিফ খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম, পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাইজিদ মোল্লা, থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি খান জুলফিকার, সাধারন সম্পাদক হাচিবুল আলম উজ্জল সহ থানা আওয়ামী লীগের সকল সদস্য এবং সহযোগী সংগঠনের নেতরা । আগামী ২৬ অক্টোবর সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান (এমপি) , স্বপন বাবু (এমপি), আওয়ামী লীগের সদস্য এস এম কামাল (এমপি) সহ আরও অনেকে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply