গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার এস এম মাহফুজুর রহমানের কার্যালয়ে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা কমল সেন মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ঘাঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, কাজী মন্টু কলেজের প্রভাষক গুলশান আরা রানী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার শান্তি মনি চাকমার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র দাখিল করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply