প্রতিনিধি কাশিয়ানীঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ছয় ডাকাত সদস্যকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার কাশিয়ানী-ব্যাসপুর সড়কের কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকা থেকে ওই ছয় ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলো- মিলন শরীফ (২৯), খলিল উদ্দিন (৩২), ইসলাম শেখ (৪২), সেলিম মিয়া (৪৪), শাহাদাত বাবু (৩০) ও শহিদ (৪২)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, মুখোশ ও একটি টয়োটা গাড়ি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কাশিয়ানী থানা পুলিশ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অাজিজুর রহমান জানান, ডাকাতদলটি একটি প্রাইভেটকারযোগে কাশিয়ানীতে অবস্থান করছিল। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বালি সরবরাহকারী ব্যবসায়ীদের টাকা ছিনিয়ে নেওয়া এবং রাতে সুযোগ বুঝে সড়কে গাছ কেটে ডাকাতি করা। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাদের অাটক করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি- ডাকাতি, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। পুলিশ অাজ বুধবার তাদের অাদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply