প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জ জেলা সদর থেকে মিজানুর রহমান নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আটককৃত ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি শহরের পাচুড়িয়া এলাকায় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস ডাক্তার বেশে রোগীদের চিকিৎসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তার মিজানুর রহমানকে আটক করে। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে ওই ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয়ে অনেককেই পরে ঢাকা, খুলনায় গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply