প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জে শহরের অভিযান চালিয়ে বিদেশী মদ ও ভারতীয় পাসপোর্টসহ গৌরাঙ্গ বাউয়ালী (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকালে জেলা শহরের পৌর পার্কের সামনে থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক গৌরাঙ্গ বাউয়ালী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতার উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার হরিনগর খড়ের মাঠ এলাকার যতীন বাউয়ালীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে একটি বাসে করে মাদক দ্রব্যের একটি চালান গোপালগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালায় একদল পুলিশ।
এসময় ওই স্থানে বাস থামিয়ে বাসের মধ্যে থেকে ৬ বোতল বিদেশী মদ ও একটি ভারতীয় পাসপোর্টসহ ভারতীয় নাগরিক গৌরাঙ্গ বাউয়ালীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এব্যাপারে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply