প্রসঙ্গঃ প্রতিহিংসার রাজনীতি!
প্রিয় আলফাডাঙ্গাবাসী,এটা আমার একান্তই নিজ মতামত ও বোধগম্য থেকে লেখা…..
কিছুদিন ধরে দেখা যাচ্ছে,কিছু ফেসবুক আইডি থেকে আমরা একে অপরের নামে গীবত তুলে ধরছি ফেসবুক পোস্টের মাধ্যমে,এটা রেষারেষি ও প্রতিহিংসার সৃষ্টি করছে রাজনীতির মাঠে।যেহেতু রাজনীতির কোনো শেষ অধ্যায় নেই,সেহেতু আমি মনে করি রাজনীতিতে সংযত হওয়া উচিত।
?রাজনীতি কখনো একা করার জিনিস নয়,রাজনীতিতে প্রবেশ ও সক্রিয় রাজনীতি করার অধিকার সবার রয়েছে,প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে,সঠিকভাবে রাজনীতিতে হস্তক্ষেপ একান্তই কাম্য।
?আমরা ফেসবুক পোস্টে,ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করে থাকি,আসলে সবাই যে সঠিক পথে রাজনীতি করবে এটা কিন্তু নয়!যে বা যারা অপরাজনীতির সাথে জড়িত আমাদের উচিত তাদের রুখে দেওয়া,গীবত বা ব্যক্তি চরিত্র নিয়ে টানাটানি করা নয়।
??প্রত্যেকেই তার নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার যোগ্য,আজ আপনি যদি কারো সম্মানহানি করেন,কাল আপনিও প্রস্তুত থাকুন!!
??প্রত্যেকেরই পছন্দের ভিন্ন-ভিন্ন রাজনৈতিক নেতা আছে,সবাই যে সবাইকে পছন্দ করবে তাও কিন্তু নয়,ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, তার মানে এই নয় কোন ব্যক্তি চরিত্র নিয়ে ফেসবুকে গীবত করব।
??বর্তমান রাজনীতি,সামাজিক যোগাযোগ মাধ্যম কে আমরা যেভাবে প্রতিহিংসার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছি যা আসলে আমাদের সকল রাজনৈতিক দের জন্যই অশুভ সংকেত!
??রাজনীতি করতে এসে কারো ব্যক্তি চরিত্র নিয়ে টানাটানি করতে হবে এরকম কিছু নয়। আজ আপনি করবেন,কাল আপনিও প্রস্তুত থাকুন!!
??নিজেকে দলের কর্মী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে চরিত্র হনন
করা অপরাধ নয় কি?
??যারা সাময়িক মজা পাচ্ছেন চরিত্র টানতে গেলে চরিত্র হনন থেকে কেউই বাদ যাবেন না এ কথা সবার জানা থাকা উচিত।
?? রাজনীতি নিয়ে এমন কিছু পোস্ট করুন, যা অনুপ্রেরণা ও পরিবর্তনের সংকেত হয়ে দাঁড়ায়।
??নিজেকে বাদ দিয়ে বলছি না,আমাদের ভিতরে মনের মানুষের চরিত্রটাকে একটু বদলানো দরকার।
ক্ষমতার আর টাকার মোহে আমরা মনে করছি টাকার ক্ষমতা দিয়ে সব কিছুই সম্ভব।
রাজনীতির মূল লক্ষ্য ও মন্ত্র হচ্ছে জনগণের অধিকার আদায় ও রাষ্ট্র উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা,আসুন সমাজকে আমরা বদলে দেই অসহায় মানুষের অধিকার ফিরিয়ে এবং সমাজ ও রাষ্ট্র উন্নয়নে কার্যকর ভূমিকা রাখি।
❗পরিশেষে, রাজনীতির এই অপসংস্কৃতি থেকে আমাদের সকলকেই সংযত হওয়া প্রয়োজন এবং অত্যন্ত জরুরী।
?ভুল হলে ক্ষমা করবেন?
মোঃআশিকুর রহমান(আশিক)
সহ-সভাপতি
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আলফাডাঙ্গা উপজেলা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply