সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার অন্যতম সমাজসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’ এর টি-শার্ট উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাসকিন আহমেদ চিশতি এই টি শার্ট উম্মোচন করেন।
এ সময় অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার চেয়ারম্যান মো. জিয়াউর রহমান আশা সংগঠনের কার্যক্রম সম্পর্কে পৌর মেয়র মো. তাসকিন আহমেদ চিশতি মহোদয় কে অভিহিত করেন।
এ সময় অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার কো-চেয়ারম্যান ফিরোজ শাহ বলেন, আমরা অসহায় মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হলে সেটা বিনামূল্যে সরবরাহ করি। এছাড়াও ইতিমধ্যে আমরা একজন অসহায় মা কে তার বাচ্চার জন্য দুধ কিনে দিয়েছি। এছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয়, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে চান্স পাওয়া গরিব ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করে দেওয়া, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, অসহায় রোগীদের ঔষধ কিনে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি।
এ সময় পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান মো. তাসকিন আহমেদ চিশতি বলেন, আমি অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার পাশে সবসময় থাকবো। এই সংগঠনের তরুণ ছেলে মেয়েরা যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে সেটি খুবই মহৎ একটি কাজ। আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করবো এই সংগঠনের সহযোগিতা করতে। তিনি আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে একটি অফিসের জন্য বলা হয়েছে। আমি সাতক্ষীরা শহরে তাদের জন্য একটি অফিসের ব্যবস্থা করবো।
টি শার্ট উম্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার নাহিদ হাসান, আশিক জামান, আব্দুর রউফ, জাফর আহমেদ, আলামিন, তন্ময়, সুজিত দত্ত, মাহাদি, সাবরিনা পপি, তমা সরকার, সুমাইয়া প্রমুখ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply