প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর জিকির শেখ (৩৯) নামক এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত জিকির শেখ সদর উপজেলার বনগামের তৈয়ব শেখের ছেলে।
মহাসড়কের পাশে রাস্তার খাদে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
জানা গেছে, সে গত সোমবার (২১ অক্টোবর) সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে বাড়ি ফিরে না যাওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরের দিন মঙ্গলবার (২২ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
কাশিয়ানী উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply