প্রতিনিধি কাশিয়ানীঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ২০টি ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহতদের কয়েকজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৬ টার দিকে উপজেলা সাজাইল ইউনিয়নের মহানাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মনির হোসেন (৭০), শাহ মোল্যা (৫৫), জাকির মোল্যা (৫০), বাবর মোল্যা (৫০), আনু ফকির (৪৫), ফয়েজ মোল্যা (৪০), খোকন সিকদার (৪০), কাছেদ মোল্যা (৩৫), উজ্জ্বল শেখ (৩২), হাসান শেখ (২৫), সোহাগ শেখ (২৫) ও রাব্বি শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও রোমান শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষের লোকেরা সংঘবদ্ধ হয়ে ঢাল, সড়কি, রামদা ও টেঁটা নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় উভয়পক্ষের প্রায় ২০টি ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশ মোতায়েন রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply