তরুণ বসুঃ- “দ্বাবিংশ বর্ষ শেষে প্রতিজ্ঞা হোক রক্তদানে দূর হবে মৃত্যুর শোক” এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বাধন” এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

এ সময় দেশের বিভিন্ন ইউনিট থেকে বাধন কর্মীরা আনন্দ শোভাযাএায় অংশ নেয়। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর আজকের এই দিনে বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পর্যন্ত বাংলাদেশের ৫২ টি জেলায় ১২৯ টি ইউনিট, ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) কাজ করে যাচ্ছে। যাদের ব্রতই হলো মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করে যাওয়া। সেই সাথে আজ বাঁধন এর দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত “বাঁধন ট্রান্সফিউশান সেন্টার” (বিটিসি) এর উদ্বোধন হয়। এ সময় বাধনের বিভিন্ন সেবার দিক তুলে ধরেন ঢাকা কলেজ বাধন ইউনিটের অর্থ সম্পাদক, মিঠুন বসু।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply