গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে ইটভাটা ও চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক যুবকের পা কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ।
বুধবার বিকালে সদর উপজেলার পুখুরিয়া গ্রামে নিরু মোল্যা ও শাহিদুল শেখ পক্ষের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল্লাহ খান (৩০) নামের এক যুবকের বাম পা হাঁটুর নিচে থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
তাকেসহ বিপ্লব শেখ নামের আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে নয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুকুরিয়া গ্রামের নিরু মোল্যা ও শাহিদুল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে ইটভাটার জমি ও চরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে শাহিদুল শেখের পক্ষের একজনকে নিরু মোল্যার লোকজন মারপিঠ করেছে বলে খবর ছড়িয়ে পড়ে।
এর জেরে বিকালে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক জানান, নয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply