তরুণ বসুঃ- গত ২১/১০/২০১৯ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কয়েকটি অনলাইন পত্রিকায় বশেমুরবিপ্রবি ছাত্র শেখ লিখনের বিরুদ্ধে কোন প্রমাণ ছাড়াই ২০১৮ সালে শিবির অপবাদে এক ছাত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। উক্ত নিউজে পোর্টালে উল্লেখ করা হয় ভুক্তভোগী রনিকে স্ট্যাম্প, ক্রিকেট ব্যাট ও হাতুড়ি দিয়ে দুই ঘণ্টা নির্যাতন করা হয়।
তবে এ ব্যাপারে শেখ লিখনের (অর্থনীতি, এম.এস.এস) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। সেইসাথে তিনি উক্ত প্রতিবেদকের কথা উল্লেখ করে বলেন কোনরূপ দালিলিক ও ইলেকট্রনিক প্রমাণ ছাড়াই শুধুমাত্র ভিক্টিম রণির মৌখিক অভিযোগের ভিত্তিতেই নিউজটি প্রকাশ করা হয়।
এই বিষয়ে সাবেক প্রক্টর জনাব আশিকুজ্জামান স্যারের সাথে ফোন দিয়ে জানতে চাইলে তিনি টর্চার সেলের বিষয়ে কিছুই ছিল না বলে জানান।
সেই সাথে এই বিষয়ে বর্তমান প্রক্টর জনাব ডক্টর রাজিউর রহমান প্রিন্স স্যারের কাছে ফোন করে জানতে চাইলে, তিনি বলেন দায়িত্ব নেয়ার পর ক্যাম্পাসে কোন প্রকার টর্চার সেলের খোঁজ পাইনি।
এমতাবস্থায় ক্যাম্পাসের হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হয়, তারা হলেন-অংকন (বাংলা), ফারুক (ফার্মেসি), সঞ্জিত বিশ্বাস (ইংরেজি), টর্চার সেল বিষয়ে তারা বলেন ক্যাম্পাসে এরকম ঘটনা কোন সময়ই শুনেনি এবং এরা সবাই ৪র্থ বর্ষের বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply