৩ জুলাই ২০১৮ সালে তোলা ছবি:-
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের ধারাবাহিক প্রয়াসের অংশ হিশেবে ২০১৮ সালের তেসরা জুলাই মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক পদযাত্রা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর “মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা”র দাবি সম্বলিত যে স্মারকলিপি পেশ করা হয়েছিলো, তারই ফলশ্রুতিতেই আজ সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলছে। আমরা আশা করছি, মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধারা বিতাড়িত হওয়ার সাথে সাথেই বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক মর্যাদার আলোকে তাঁদের আর্থসামাজিক উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করবেন। নিজেদের জাতীয় ব্যক্তিত্বের আলোকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে।
সুতরাং রাজাকার ও ভুয়ামিশ্রিত কোনো মতলববাজ সংগঠন ও মহলের মায়াকান্নার হাতছানি ও হঠকারী আহ্বানে কোনো প্রকৃত বীর মুক্তিযোদ্ধা বিভ্রান্ত হবেন না। আমার ব্যক্তিগত প্রয়াসসহ আমাদের সংগঠন ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ’ বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদা ও মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক কল্যাণের বিষয়টি অত্যন্ত বিচক্ষণতা ও বিশ্বস্তার সাথে মনিটরিং করছে।
মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে অত্যন্ত সততা স্বচ্ছতা ও দেশপ্রেমের সাথে কার্যক্রমটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
আবীর আহাদ
সভাপতি, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply