গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কোটালীপাড়া থানা ও কমিউনিটি পুলিশং ফোরামের আয়োজনে একটি র্যালি থানা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ভবনের হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এএসপি শেখ মাহমুদুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু, সমাজসেবক হান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া বক্তব্য রাখেন।
ওসি শেখ লুৎফর রহমান বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, জুয়া, হত্যার মতো অপরাধ করে কেউ ছাড় পাবেনা। আশা করি কমিউনিটি পুলিশের সদস্যরা আমাদেরকে এসব অপরাধ নির্মূলে সহযোগিতা করবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply