সাব্বির আহমেদ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, স্লোগানে একটি র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তরা সন্ত্রাস,জঙ্গিবাদ, মানব পাচার প্রতিরোধ, মাদকের প্রতিকার ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোকপাত করেন।
র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও আমিনুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি আমীর হোসেন, ওসি (তদন্ত) লুৎফুল কবির, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সেকেন্ড অফিসার বদিউজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশ নেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply