কালিয়া (নড়াইল) প্রতিনিধি:- দীর্ঘ ১৬ বছর পর নড়াইলের নড়াগাতি থানার বহু প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার। জমিদার শিশির রায়ের কাছারিবাড়ি মঠে ওই থানা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি জহুরুল হক জঙ্গুর সভাপতিত্বে সকাল ১১ টায় কাছারিবাড়ি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস,এম কামাল, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, নড়াইল ১ আসনের এমপি বিএম কবিরুল হক, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাঃ সুভাষ চন্দ্র বোষ, সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম খাজা নাজিম উদ্দিন প্রমূখ। বক্তারা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী, জঙ্গিবাদ, সন্ত্রাসী, চাদাবাজ ও দলে অনপ্রবেশকারিদের ঝেটিয়ে বিদায় করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন। এবং সম্মেলন শেষে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার ঘোষনা দিয়েছেন নেতারা
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply