সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ– সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের মো. নাজমুল হুদার একটি গরুর বাচ্চা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় গরুর এই বাচ্চার জন্ম হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গরুর বাছুর টি একাধারে আল্লাহর নাম উচ্চারণ করছে। এই আশ্চর্যজনক ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে শত শত মানুষ সেই বাছুর টি স্ব -চোখে দেখতে আসেন। এলাকাবাসী ঘটনাটি দেখে বিস্মিত হয়ে যায়।
আসিফ ইকবাল নামের এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, আজ সকালে আমার চাচা মো. নাজমুল হুদার একটি গরুর বাছুর হয়েছে। কিন্তু বাছুর টি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করতে থাকে। এটি জানতে পেরে এলাকার শত শত মানুষ এই আশ্চর্যজনক ঘটনা দেখতে আমার চাচার বাড়িতে ভীড় জমান।
মো. নাজমুল হুদা বলেন, আমি গরুর পালন করি। এর আগেও আমার কয়েকটি গরুর বাছুর হয়েছে। কিন্তু আজ সকাল ৯ টায় আমার গরুর একটি বাছুর হলে বাছুর টি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করে। এটি দেখে আমি নিজেও অবাক হয়েছি। এলাকার অনেক মানুষ এই ঘটনা দেখতে আমার বাড়িতে এসেছে। অনেকেই বলছে এটি শেষ জামানার আলামত।
বাছুর টি সকাল ৯ টায় পৃথিবীর আলো দেখে কিন্তু দুর্ভাগ্য যে বাছুর টি ২ ঘন্টা পর সকাল ১১ টায় মারা যায়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply