তরুণ বসুঃ- আজ রবিবার বশেমুরপ্রবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন সকল সনাতনী সন্ধ্যায় বাড়িতে ও পূজা মন্ডপে প্রদীপ প্রজ্জ্বলন করে পারণ করা হয় যাকে দীপাবলি বলা হয়। আজ সন্ধ্যা ছয় ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন আরতী কীর্তন এর মধ্যে দিয়ে রাত ৯ ঘটিকায় পূজা আরম্ভ হয়।
এ সময় পূজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. মোঃ শাহজাহান এবং পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সহ: প্রফেসর শ্রী সুকান্ত বিশ্বাস।
পূজা উপলক্ষে সনাতন সংঘের সভাপতি মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক শ্রী তাপস বালা বলেন মানব কল্যাণে সম্প্রীতির বন্ধন হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে প্রথমবারের মতো শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা আয়োজন করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি।
এ ছাড়া সনাতন সংঘের সাধারণ সম্পাদক শ্রী নিউটন মজুমদার বলেন মায়ের পূজার মাধ্যমে বিশ্বমানবের কল্যাণ কামনা করছি এবং সকল আসুরিক শক্তির বিনাশ হোক এই প্রত্যাশা করি।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলে প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত থেকে জনাব প্রভোস্ট শফিকুল ইসলাম বলেন সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে সকল ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply