গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সহকারী শিক্ষককের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত মঙ্গলবার উপজেলার লোহারংক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এরিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের শিক্ষকদের কাছ থেকে কোমলমতি শিক্ষার্থীরা কি নীতি নৈতিকতা শিখবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানাগেছে, ঘটনার দিন সহকারী শিক্ষক ফিরোজা খানম দেরী করে বিদ্যালয়ে আসেন। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক লিপটি রানী পাল মৌখিক ভাবে ফিরোজা খানমের কাছে জানতে চাইলে তিনি প্রধান শিক্ষক লিপটি রানী পালকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও গালমন্দ করেন।
লিপটি রানী পাল বলেন, ফিরোজা খানম প্রায়ই দেরী করে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের কাছে তার বাড়ি হবার কারণে দুই একটি ক্লাস নিয়েই বাড়ি চলে যায়। এ বিষয়ে কোন অভিভাবক কিছু বললে ফিরোজা খানম অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। আমি কখনো কিছু বললে তিনি আমাকে প্রায়ই মারতে আসেন। আমি বিষয়টি বিভিন্ন সময়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ আমার অফিসারদের জানিয়েছি। কিন্তু আমি কোন প্রতিকার পাইনি।
নাম প্রকাশ না করা শর্তে এক অভিভাবক বলেন, ফিরোজা খানম বিদ্যালয়ের সময় মতো উপস্থিত হয় না। ঠিক ভাবে ক্লাস নেয় না। বিদ্যালয়ের যতো সময় থাকে তার অধিকাংশ সময়ে মোবাইলে কথা বলে। আমরা কেউ কিছু বললে আমাদের সাথে খারাপ আচরণ করেন। ফিরোজা খানম বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে। তার কাছ থেকে শিক্ষার্থীরা কোন নীতি নৈতিকতা শিখতে পারছে না। আমরা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চিন্তায় আছি।
এ বিষয়ে সহকারী শিক্ষক ফিরোজা খানমের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে অানিত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক লিপটি রানী পাল মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রাণি করছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুছা বিশ্বাস বলেন, ফিরোজা খানমকে আমরা অনেকবারই সংশোধন হতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি সহকারী শিক্ষক ফিরোজা খানম দোষী হয় তা হলে বিভাগীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply