গৌরাঙ্গ লাল দাস, স্টাফ ররিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা সমবায়ী ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
সমবায়ী ও পৌর মেয়র মো: কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা সমবায় অফিসার মো: জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, সমবায়ী খলিল দাড়িয়া বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply