নিজস্ব প্রতিবেদকঃ- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে (২ নভেম্বর) ‘ডি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষায় বদলি পরীক্ষা দিতে এসে মো. শফিকুল ইসলাম ও মোকসেদুল হাসান নামক দুই জনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান বলেন সকাল সাড়ে ১০ ঘটিকায় মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের প্রক্সি দিতে আসা মো. শফিকুল ইসলামকে সনাক্ত করা হয় এবং তিনি তার দোষ স্বীকার করেছেন। বিকেলে ‘ই’ ইউনিটের পরীক্ষায় মোহতাছিমুল হকের প্রক্সি দিতে আসা মোকসেদুল হাসানকে আটক করা হয়। আমরা নিশ্চিত হয়েছি শফিকুল ইসলাম ২০ হাজার টাকা ও মোকসেদুল হাসান ৫০ হাজার টাকার চুক্তিতে প্রক্সি দিতে আসেন। আমরা তাদেরকে আইন নিয়ন্ত্রণকারী সংস্থার হাতে তুলে দিচ্ছি।
তথ্যমতে মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের বাড়ি বগুড়ার শেরপুরে ও তার প্রক্সিদাতা শফিকুল ইসলামের বাড়ি শরিয়তপুরে বলে জানিয়েছেন। অপর দিকে মোহতাছিমুল হক ও তার প্রক্সিদাতা মোকসেদুল হাসানের বাড়ি রংপুর।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply