মোঃ হাচিবুর রহমান, কালিয়া, নড়াইল:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নড়াগাতি থানা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি এস এম খাঁজা নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ মো. ফোরকান মোল্লা।
শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে ফতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাযাতে অংশ নেন।
এসময় নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাড: সুবাস চন্দ্র বোস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খাঁন নিলু, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক শেখ হাদিউজ্জামান হাদি, যুগ্ন আহবায়ক লিংকন, সেচ্ছাসেবক লীগের সভাপতি খাঁন জুলফিকর আলী, সাধারণ সম্পাদক মো. হাসিবুল আলম উজ্জল, এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মিরা সহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঘঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
পরে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে যান ও সেখানে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।
উল্লেখ্য গত ২৬ অক্টোবার নড়াগাতি থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এস,এম খাজা নাজিম উদ্দিন কে সভাপতি ও শাহ মো. ফোরকান মোল্লাকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যর কমিটি ঘোষনা করা হয় ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply