প্রতিনিধি গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের (১,২,ও ৩) নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার নার্গিস সুলতানাসহ তিন মাদক ব্যবসায়ীকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কশিয়ানী উপজেলার রাতইল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের (১,২ ও ৩) নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার নার্গিস সুলতানা, ইউসুফ মোল্যার ছেলে রমজান মোল্যা ও শংকরপাশা গ্রামের আজগর শেখের ছেলে আসলাম শেখ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নার্গিস ও তার সহযোগীরা হাইয়েস মাইক্রোবাসে করে ইয়াবা বিভিন্ন পয়েন্টে বিক্রয় করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply