গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ- বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়ীতে অবস্থান করছেন পলিটেকনিক
ইনস্টিটিউটের এক ছাত্রী। হয় বউ হয়ে , না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন বলে জানিয়েছেন এই অবস্থানকারী।
এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামে।
সরেজমিনে শুক্রবার বুরুয়া গ্রামে গিয়ে জানাগেছে, উপজেলার সাদুল্লাপুর
ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের
বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়–য়া ছেলে রথীন বাড়ৈ (২৫) এর সাথে
প্রেমের সম্পর্ক করে আসছিল। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার
প্রেমিকার সাথে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী
অন্ত:সত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়েন। কোন উপায়ন্ত না দেখে ওই ছাত্রী
বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়ীতে অবস্থান নেয়।
গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত এই ছাত্রী জানান, আমাকে যদি রথীন বিয়ে না করে তা হলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো।
তিনি বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছেন।
রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা
নেই। রথীন দু’মাস ধরে বাড়ীতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply