ক্যাম্পাস প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম কিছুটা সংক্ষিপ্ত করে ‘বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়’ অথবা ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করে কিছু শিক্ষার্থী। এরপর এসব দাবির সাথে আরো বেশকিছু দাবি সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আকারে প্রদান করে একদল শিক্ষার্থী। লিখিত দাবি গুলোর ভেতর বিশ্ববিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত করার দাবিটি ছিল ১২ নম্বরে। লিখিত দাবির ছবি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়।
অপরদিকে ১৭ দফা দাবি নিয়ে গতকাল থেকে আন্দোলন করে যাচ্ছে আরেকদল শিক্ষার্থী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত করার দাবিকে বিভিন্নভাবে দেখছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সমালোচনা করেছেন অনেকে।
চন্দ্রনাথ নামের এক শিক্ষার্থী লিখেছেন, এই সেই লোকগুলো যারা জাতির পিতার পূর্ণ নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চায়।।
কেন রে জাতির পিতার পূর্ণ নামে তোদের এতো সমস্যা কিসের? তোরা কি পাকিস্তানিদের এজেন্ট।
যে লোকটা দেশের স্বাধীনতা এনে দিল।
যে লোকটা তোদের প্রথম বাক স্বাধীনতা দিল
যে লোকটা স্বাধীন দেশের জন্য জীবনের বেশির ভাগ জেলেই কাটিয়ে দিয়েছিলো যে লোকটা এই সোনার বাংলাদেশের স্রস্টা তার জন্মজেলায় তার নামে একটা বিশ্ববিদ্যালয় আর তাতে ও তোদের জ্বালা ধরে কেন.?
তোদের মতন কুলাঙ্গার দের শুধু এই বিশ্ববিদ্যালয় নয় দেশ থেকে বের করে দিতে হবে৷
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্র গালিবের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, তাকে ফাসাতে একটি চক্র বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য নেওয়ার জন্য প্রক্টর ড.রাজিউর রহমানকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply