গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু।
গত রবিবার দিনব্যাপী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া উপজেলার প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান হান্নান শেখ, ইউপি সদস্য স্বপ্না আক্তার মিনি, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি স্বপন তালুকদার, মাইনুল ইসলাম রিপু তার সাথে ছিলেন।
এর পর সন্ধ্যায় গাজী হাফিজুর রহমান লিকু দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের সম্মেলনসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন।
কুশলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, কোটালীপাড়ার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু মহোয়দ সেই সব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য কোটালীপাড়ায় এসে ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply