অপেক্ষার আলোতে…
♦জিয়াউর রহমান♦
কিছুদিন কতদিন এভাবেই সময় যায়
আসল সময় কখন, কারও তা জানা নাই
অপেক্ষায় সময় যায় আশা বুকে পুষে
মরণের ডাক এসে জীবন নেয় চুষে!
সব আশা পড়ে রয় পথ হয় খালি
জীবনের অর্জনও ঢাকে চোরাবালি
কবরে বা শ্মশানে যেতে হয় একা
তখনই মনে হয়, জীবন পুরোটাই ধোঁকা!
মৃত্যুকে ভালোবাসে এমন আছে কয়জন
সবাইকে মরতে হয়, হোক না কেউ দুর্জন
ধনে জ্ঞানে বড় হলেই মৃত্যুতে পার কই
বেঁচে থাকার প্রত্যয়ে সবাই আজ বেঁচে রই!
যে আশায় দিন কাটে রাত কাটে নেশাতে
সে আশায় ফেলে দেয় আলোহীন পেশাতে
তবু মানুষ ছুটে যায় আলোহীন আলোতে
সবকুল ভেসে যায় মরণের কালোতে!
আশাগুলো বেঁচে থাক জীবনের প্রয়োজনে
কালো পথ দূরে যাক সমাজের আয়োজনে
কিছুদিন কতদিন সময় যায় যাকনা
অপেক্ষার আলোতেই প্রেম বেঁচে থাক না!
……………………..
শেওড়াপাড়া, ঢাকা
১০.১১.২০১৯
সময়ঃ দুপুর ০১ঃ৫০
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply