তুমিহীন শূণ্যতা
কবি ও কথাসাহিত্যিক জিয়াউর রহমান
তোমার শহরে মানুষ খুন হয় সস্তা পানির দামে
তোমার শহরে অমানুষগুলো বাঁচে মানুষের নামে
অথচ তুমি এই শহরেই পাগল ভালোবেসে
প্রেমের ঋণ মনের দামে বোঝালে অবশেষে!
তোমার শহরে খুন হয়ে যায় গুম হয়ে যায় মানুষ
ভালোবাসার লাখো প্যাঁচে মানুষ হয়ে যায় ফানুস
বুকে প্রেমের আগুন নিয়ে মরলে একা নিজে
আর্তনাদের করুণ সুরে দু’চোখ উঠে ভিজে!
তোমার শহরের নিয়ন বাতি উপহাস করে রোজ
এই শহরের মানুষের মাঝে বিবেকের নেই খোঁজ
অথচ তুমি ভালোবেসে পাগল সবার কাছে
জানিনা আমি তোমার শহরে মানুষ কি করে বাঁচে!
তোমার শহর কলুষিত আজ অবৈধ কাজের গন্ধে
মানুষ হয়েও পশুর আচরণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে
অহমিকার আগুন জ্বেলে তোমাকে পোড়ালো হায়
বিবেকহীনদের এই শহরে ভালোবাসা পুড়ে ছাই!
এই শহরের খাঁটি মানুষ কোনঠাসা কথা কাজে
আপন গোপন মমতা ব্যথা লুকায় নিজের খাঁজে
তুমিও তেমনি আমাকে লুকালে তোমার ভালোবাসায়
আগের মতো তুমি হও বেঁচে আছি এই আশায়!
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply