ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের সবজি চাষী মো. হেমায়েত শেখে প্রতিপক্ষকে ফাসাতে নিজ সবজি ক্ষেতে বিষ প্রয়োগ করে সর্বশান্ত হয়েছে তিনি নিজেই।
এ ঘটনায় ওই সবজি চাষি প্রতিপক্ষকে ফাসাতে নিজ জমিতে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষকে ফাসানোর জন্য ৫ জনের নাম উল্লেখ করে গত শুক্রবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মো. হিমায়েত শেখ যোগিবারট মাঠে ৭০শতক জমি লিজ নিয়ে এ বছর পালন শাখ ও ফুল কপির চাষ করেছে। ৭০ শতকের মধ্যে ৩০ শতক জমিতে ফুল কপি এবং ৪০ শতক জমিতে পালন শাখ রয়েছে।
পূর্বশক্রতার জের ধরে একই গ্রামের পান্নু কাজী (৩৫), বক্কার কাজী (৩০), মুরাদ শেখ (৩৫), আজিজুল কাজী (২২) ও জুনায়েত কাজী (২৫) কে ফাসাতে গত সোমবার সন্ধ্যার পরে তার সবজি ক্ষেতে নিজে বিষ প্রয়োগ করে। হেমায়েত শেখ সন্ধ্যার পরে নিজ জমিতে বিষ প্রয়োগএ সবজি ক্ষেতে স্প্রেরে করছে দেখেছে গ্রামবাসি। এবং গ্রামবাসিকে দেখ হেমায়েত শেখ দ্রুত চলে যায়।
এ ঘটনায় সে (হিমায়েত) ওই প্রতিপক্ষকে ফাসাতে
৫ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তিনি আরও বলেন, তার যে সবজি মরে গেছে বিষের কারণে তাতে তার ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি কেঁদে দিয়ে বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি গরীব কৃষক কৃষি কাজ করে সংসার চালায়। আমার এ ক্ষতির কারণে পরিবার পরিজনদের নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের না পাওয়ায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
স্থানিয় ভাবে তদন্ত করে এবং স্থানিয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করলে জানা যায় এই লিখিত অভিযোগ সম্পুর্ন মিথা ও বানোয়াট, এ ঘটনায় হিমায়েত কাজি নিজে তার ওই জমিতে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষকে ফাসাতে নিজের জমিতে বিষ প্রয়োগ করে এবং এটা পরিকল্পিত সাজানো ঘটনা।
এই সাথে এই হেমায়েত শেখ তার দলবল নিয়ে সজ্জিত দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ওই পাচ জনকে প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে, এবং রাতের আধারে মুখোষ পরে তাদের খুন করার উদ্দেশ্য হাতুরি, রামদা, কুড়াল নিয়ে ঘুরা ঘুরি করছে। ওই ৫ জন এর বক্তব্য নিয়ে জানা যায় যে তারা তাদের প্রান নাশের ভয়ে রাত কাটাচ্ছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, সবজি ক্ষেতে বিষ দেওয়ার বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষ হেমায়েত শেষ নিজে দিয়েছে না প্রতিপক্ষ দিয়েছে সেটা তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply