গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪ দিন ব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধনকরা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন এ মেলাটি চলবে আগামী সোমবার পর্যন্ত।
শুক্রবার দুপুর থেকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক
ভিটায় মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক
শান্তি মনি চাকমা ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন
করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ঘাঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া হানিফউজ্জামান,নাদের আলী মিয়া, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান হান্নান শেখ, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ
সম্পাদক রতন সেন কংকন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, কবি মিন্টু রায়, শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, হাবিবুর রহমান মুকুল, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, কবি সুকান্ত
ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমরা এ মেলার
আয়োজন করেছি। আশা করি এই মেলার মধ্যে দিয়ে কিছুটা হলেও কবি সুকান্ত
ভট্রাচার্য্যকে বাঙ্গালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে
পারবো।
উল্লেখ্য: ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার
কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার
নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply