গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রচার সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বক্তব্য রাখেন।
দপ্তর সম্পাদক রুহুল আমিন হাওলাদার বলেন, আজকের বর্ধিত এই সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে সকলের মতামতের ভিত্তিতে সিন্ধান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের ১০ তারিখের দিকে সম্মেলন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করব। উপজেলা সম্মেলনের আগে আমরা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমিটি গঠন করব। এ ছাড়াও সহযোগি সংগঠনগুলোর সম্মেলনের বিষয়েও আলোচনা হয়েছে। উপজেলা আওয়মী লীগের সম্মেলনের পরে আমরা সহযোগি সংগঠনগুলোর সম্মেলন করব।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply