নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ রাজু আহমেদ (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে কাশিয়ানী থানা পুলিশ পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাজু কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে রোববার রাতে কাশিয়ানী থানায় সাইবার ক্রাইম এ্যাক্ট ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানাগেছে, বখাটে রাজু পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। সেই সময় তার মোবাইলে আশ্লীল ছবি তুলে রাখে। পরে রাজু এ ছবি ইন্টারেনেটে ছড়িয়ে দেয়। এটি ভাইরাল হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা রোববার রাতে কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে আজ সোমবার সকালে গ্রেফতার করে গোপালগঞ্জে আদালতে পাঠায়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply