নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭ টায় কাশিয়ানী এম,এ খালেক ডিগ্রি কলেজ মাঠ থেকে পুলিশ ওই যুবকের ক্ষত বিক্ষত লাশটি উদ্ধার করেছে।
নিহত ফিরোজ মোল্যা কাশিয়ানী উপজেলার চর পিংগলিয়া গ্রামের মৃত আলেফ মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
জানা গেছে, সকালে স্থানীয়রা এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে ফিরোজের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, ফিরোজ মোল্যার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে এমন ধারণা করা হচ্ছে।
তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তদন্তে তা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply