কালের চাকা ডেষ্ক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নুরুল বাশার মিয়া দীর্ঘদিন নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়া উপজেলার ১নং বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের সন্তান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, তিন ছেলে ও আত্মীস্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় আলফাডাঙ্গা এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।পরে তার নিজ গ্রামের বাড়ি পানিপাড়ায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে বারাংকুলা মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে। প্রবীণ এ রাজনীতিবীদের মৃত্যুতে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক, সাবেক এম.পি মোঃ আব্দুর রহমান, ফরিদপুর ১নং আসনের এম.পি মনজুর হোসেন বুলবুল, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সভাপতি এম.এম মোশারফ হোসেন মোশা মিয়া, আলফাডাঙ্গা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাচান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাফিল মোল্যা্, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও আলমগীর কবির সহ সকল সাংবাদিক শোক প্রকাশ করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply