গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কোটালীপাড়া থানা হলরুমে কমিউনিটি পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম বার), পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, কাউন্সিলর ওলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম বার) বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া ও যৌতুক প্রতিরোধে আমাদের যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply