গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাফিজুর রহমান সভাপতি ও আয়নাল হোসেন বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সামসুদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
এছাড়াও সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, হান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আয়নাল হোসেন বিশ্বাসের নাম ঘোষনা করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply