গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ ২জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, পুলিশ সদস্য এমদাদুল হক(৩০) ও রঞ্জিত বিশ্বাস (২৭)।
আহত এএসআই মনির হোসেন ও পোরো হালদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম গুচ্ছগ্রামের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টা দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের দু’দিক থেকে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। মোটরসাইকেল দুটি দেবগ্রাম নামক স্থানে এসে একটি অপরদিকে সাইট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য এমদাদুল হক ও রঞ্জিত বিশ্বাস নিহত হয়। নিহত পুলিশ সদস্য এমদাদুল হক কাশিয়ানী থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। রঞ্জিত বিশ্বাস উপজেলার কাচিকাটা গ্রামের সচিন বিশ্বাসের ছেলে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply