জীবন ও সুখ
….রিয়াজ মুস্তাফিজ
জীবন!!!
মানুষের জীবন একটি চক্রাকার চলমান প্রক্রিয়ার নাম। এ এক অদ্ভুদ সাপ-লুডু খেলা। জীবন খেলায় নিয়তি যেন নীরব দর্শক। কখনো সফল আবার কখনো নিয়তির কাছে ধরাশায়ী।
অদ্ভূদ মারপ্যাচ!!!!
জীবন এই এখন পূর্নিমার মত ধবল। একটু পরেই তা অমানিষার নিকষ কালো অন্ধকার।
পথ ফুরালে শেষ হয়ে যায় জীবনের হিসাব। তবে গতিপথ বদলালেও থেমে যায় না জীবন। মাঝে গতির হেরফের হয় মাত্র।
কখনো মন্থর আবার কখনো তীব্র গতিতে ধেয় চলা। কয়েকটা প্রাপ্তি আর অপ্রাপ্তিই জীবনের সর্বস্ব নয়। হাসি, কান্না, দুঃখ, সুখ এগুলো জীবনের অনুসঙ্গ মাত্র। এ সবের সমন্বয়ের নামই জীবন। কিছু অপূর্নতা জীবনের হাড়িতে জমা হবে, তাই বলে থেমে যাবে না জীবন।
অনুভবের সূখ!
জীবনের গতি ধারায় হন্যে হয়ে সুখ পাখি খুঁজে লাভ কি বলো? যদি সে ধরা না দেয়। সুখতো মানুষের সৃষ্টি নয়। সুখ, সম্পদ, নারী কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসে,,, ,, অযাচিতের মত।
তবে সুখে থাকার চেষ্টা করতে দোষ কি? তাইতো হাজারো অসুকের ভীড়ে বলে ফেলি…. ভাল আছি,,, সুখে আছি আমি ও আমরা।
কেউ ভালো থাকে না, ভাল থাকার অভিনয় করে, এ কথাটাকে আষ্টে-পৃষ্টে জড়াবো না আর। ভাল থাকতে চাই, ভাল থাকার মত।
তাই………জীবন এগিয়ে যাক, জীবনের নিয়মে। জীবন থেকে জীবনে,প্রান থেকে প্রানে নিরন্তর।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply