1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
বুধবার, ১১ জুন ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ১০দিনব্যাপি ‘সুলতান মেলা’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ১৬২০৫৭ নিউজটি দেথা হয়েছে

মো: হাচিবুর, নড়াইল থেকেঃ- নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ১০দিন ব্যাপী সুলতান মেলার
উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার বেলা ৪টায় সরকারি
ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে জাতীয় সঙ্গীত
পরিবেশন,বেলুন ও শান্তির কপোত পায়রা উড়িয়ে সুলতান মেলার
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয়
কমিশনার মো: লোকমান হোসেন মিয়া।

এসময় উপস্থিত বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত
ডিআইজি মো: হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান
এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বিপিএম, পুলিশ সুপার
মো: জসিম উদ্দিন পিপিএম,সিভিল সার্জন ডা: মন্সী
আসাদুজ্জামান টনি,সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর
রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস, 
সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ
মেলা অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও
সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরা। পরে অতিথিবৃন্দ
চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ মেলা
অনুষ্ঠিত হচ্ছে।
দশদিনব্যাপী মেলায় রয়েেেছ, বিভিন্ন গ্রামীণ ক্রীড়া উৎসব-
হাডুডু,কুস্তি, ঘোড়ার গাড়ীর দৌড়,ষাঁড়ের লড়াই,দড়ি
টানাটানি, ভলিবল খেলা, মহিলাদের ভলিবল প্রতিযোগিতা, দড়ি
টানাটানি, কাবাডি,শরীর গঠন প্রতিযোগিতা, লাঠিখেলা,
চিত্রাংকন প্রতিযোগিতা, এসএম সুলতান ও বরেণ্য চিত্রশিল্পীদের
চিত্র প্রদর্শনী, কলাগাছে ওঠা,বাঁশের লাঠির দৌড়,জাতীয় পর্যায়ের
শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক,
জারিগান, গম্ভীরাগান,লালনগীতি, সুলতান স্বর্ণপদক প্রদান ও
সুলতানের জীবন ও দর্শন নিয়ে সেমিনার।
মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ৭৫টি ষ্টল
বসেছে।

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com