গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়াঃ- যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরয়ান, আমার লক্ষ্মী ও পক্ষী সোহাগী বউরে,যারা মা’কে ভালোবাসো না তারা আমার গান শোনো না-এ গানসহ বিভিন্ন গান গেয়ে দর্শকদের মাতালেন হারমোনিয়াম যাদুকর ও উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। গত শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈত্রিক বাড়ীতে অনুষ্ঠিত সুকান্ত মেলার সাংস্কৃতিক সন্ধ্যায় প্রখ্যাত এ শিল্পী তার সুরের যাদুতে হাজার হাজার দর্শকের হৃদয় ছুঁয়ে যান। উপজেলাবাসী তার সুরের মূর্ছনায় বিমুগ্ধ হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে ৪ দিন ব্যাপী সুকান্ত মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ঘাঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া হানিফউজ্জামান, নাদের আলী মিয়া, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান হান্নান শেখ, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, কবি মিন্টু রায়, শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, হাবিবুর রহমান মুকুল,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন ৪ দিন ব্যাপি এ সুকান্ত মেলা সোমবার আনুষ্ঠনিকভাবে সমাপ্তী ঘটবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply