পরশ উজির :
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের দুই পাশে অবৈধভাবে চাতাল তৈরির পর সেখানে বালু রেখে ব্যবসা করার অপরাধে পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালনা মহাসড়কের অবৈধ ওই চাতালগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কের দুই পাশের জমিতে বালু রেখে প্রায় অর্ধশত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালুর চাতাল তৈরি ও বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মো. শহিদুল ইসলাম (৪০), মো. মিজানুর রহমান (৪৫), আবদুল্লাহ (৩০), হেমায়েত মল্লিক (৪০), মুন্না শেখকে (২২) পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযানে ইউএনও সাব্বির আহমেদ সংশ্লিষ্টদের আগামী ১ জানুয়ারির মধ্যে সড়কের জায়গা থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply