রিয়াজ মুস্তাফিজ :
ভালোবাসতে কি লাগে?
ভালবাসা নিয়ে পৃথিবীজুড়ে তত্ত্বকথার অভাব নেই। কাছের মানুষ হারিয়ে কেউ কেউ ভালবাসাকে বিষাক্ত সাপের নীলবিষ আখ্যা দিয়ে থাকেন। প্রেমে জয়ী হয়ে কেউবা আবার স্বর্গ হাতে পেয়েছেন।
যাই হোক আলোচনার বিষয়বস্তু যেহেতু ভালবাসতে কি লাগে? তাই আজ (কি) নিয়েই আলোচনা করা যাক।
কাউকে, কারো কাজকে, কারো ব্যক্তিত্বকে ভাল লাগলেই তৈরী হয়ে যায় ভালবাসা। বায়বীয় এই অজানা বাতাস ঢুকে যায় অজান্তে। কলিজায় গিয়ে আঘাত হানলেই শুরু হয়ে যায় দিল কাঁপাকাঁপি। যতক্ষন না হার্ট কাপবে, ততক্ষন পুরো প্রেমের আখ্যান রচনা করাও সম্ভব হবে না।
কখনো কারো একার হৃদয় কেঁপে কেঁপে ওঠে। অন্যজনার হয়তো কোনদিনও কাঁপেনা। কাঁপার ভান করে যায় অন্যজন। ভেঙ্গে চুরমার হয় নিত্য কেঁপে যাওয়া একটা হৃদয়। আবার কখনো সমান হারে কেঁপে যাওয়া হৃদয় দুটি হৃদয় দুমড়ে মুচড়ে একাকারে খেয়ালী নিয়তি।
এখানে ঠাঁয় দাড়িয়ে যায় ভালবাসা। ভালবাসতে বাসতে একদিন নিঃশেষ হয়ে যায় দুটি ভাঙ্গা হৃদয় –
ভালবাসার ভিড়ে।
ভাল লাগলেই ভালবাসা হয়ে যায় না। ভালবাসা আসে চুপটি মেরে থাকা বাতাসে ভর করে। না চাইতে উড়ে উড়ে কানে কানে পরশ বুলিয়ে যায়।
টেলিপ্যাথি যতক্ষন কার্যকর না হবে ততক্ষন তাকে ভালবাসা বলা যাবেনা। দূর থেকে কেউ ব্যাথা পেলে অন্য হৃদয়ে ক্ষত সৃষ্টি না হলে সেটা ভালোবাসা নয়।
গভীর ধৈর্য ভালবাসাকে পক্ত করে দেয়ে। অনাহূত আঘাত ভালবাসাকে দৃড় করে। বাঁধার পাহাড় ভালবাসায় নতুন পথের ধারা তৈরী করে। আর ঠুনকো ভালবাসা আঘাতের আগেই চুর্ন হয়ে যায়।
কার্যত ভালবাসা কাউকে কস্ট দেয়না। সবার হাসিমুখ ভালবাসাকে উজ্জল আলোর আভায় পরিনত করে। যদিও নীল কষ্টরা ভীড় জমায় গভীর রাতে,বড় একাকিত্বে, চোখের জ্বলে ভিজে,মনের আগুনে পুড়ে ছারখার হয়ে যায় তপ্ত হৃদয়।
মন পুড়িয়ে ভালবেসে যাওয়ার নামই ভালবাসা। আর ভালোবাসতে কি লাগে? ভালোবাসাতে আর একটা ভালোবাসার বাস্তব কিংবা বায়বীয় সত্তা লাগে।।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply