গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়াঃ– গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্বাদুপানির
শামুক-ঝিনুকের পোনা উৎপাদন কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি
হলরুমে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল
উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিটি
উদ্বোধন করেন।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসুন-নাহারের সভাপতিত্বে
অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট চিংড়ি গবেষণা
কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, বৈজ্ঞানিক
কর্মকর্তা রাখি দাশ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ড. খান কামাল উদ্দিন আহমেদ বলেন, শামুক ও ঝিনুক চাষের
মাধ্যমে আমরা কি ভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি সে বিষয়ে জনগনকে
সচেতন করার লক্ষেই আমাদের এই প্রশিক্ষণের আয়োজন। এছাড়াও এই প্রশিক্ষণের
মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে জনগন সচেতন হবে।
প্রশিক্ষণে গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ
কর্মকর্তা ও চিংড়ি চাষিরা অংশগ্রহণ করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply