গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীত, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
দুপুর পৌনে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে যারা মাদক ব্যবসায়ী ছিল এমন ৫ জনকে পুনর্বাসনে কফি বিক্রির জন্য প্রত্যেককে বড় একটি ফ্লাক্স ও কফি বিক্রির সরঞ্জাম দেয়া হয়। তারা যাতে আগামীতে ভ্রাম্যমাণ কফি বিক্রেতা হিসেবে আয়-রোজগার করে সংসার চালাতে পারে সে জন্যই গোপালগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ব্যবস্থা নিয়েছে বলে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply